শনিবার, ৪ অক্টোবর, ২০১৪

স্বার্থপর

Selfish = Self + -Fish,
Self = One's own self, His better self
Fish = Belonging to

স্বার্থপর = স্বার্থের উপর < স্ব অর্থের উপর

স্বার্থপরতা গুরুত্বপূর্ণভাবে আবশ্যক। স্ব অর্থ বা নিজ সম্পর্কে যার ধারণা পরিষ্কার না, তার মাধ্যমে সমাজের উপকার হতে পারে না। স্বার্থপর হওয়া মানে নিজের অস্তিত্ব রক্ষার ব্যাপারে মৌলিক পদক্ষেপ। স্বার্থপরতা প্রতিটি প্রাণির জন্মগত ও স্বাভাবিক আচরণ।
স্বার্থপরতা আর ভোগবাদী মানসিকতা এক নয়।
আমাদের প্রত্যেকের শরীরে একটি নিদিষ্ট তাপমাত্রা থাকে। এই নিদিষ্ট তাপমাত্রাকে আমরা জ্বর বলি না। বরং এই নিদিষ্ট স্কিলে তাপমাত্রা যদি শরীরে উঠা-নামা না করে তবেই ক্ষতিকর।
তাপমাত্রা যখন নিদিষ্ট মাত্রা অতিক্রম করে আমরা এই বর্ধিত তাপমাত্রাকে জ্বর হিসাবে সনাক্ত করি যা কেবল ক্ষতি কর নয়,  ভয়ানক ভাবে ক্ষতিকর।
স্বার্থপরতা যখন নিদিষ্ট মাত্রায় উঠা-নামা করে তখন তা কল্যাণে মঙ্গলময়। যখন মাত্রা অতিক্রম করে তখন তা ভোগবাদী স্রোতের গতিপথ।
তাই
স্বার্থপরতা জিন্দাবাদ,
ভোগবাদী নিপাত যাক! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন