মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

কালের পর কাল

একবার অস্থির হলে জন্ম অনিবার্য। কতকাল মৃত্যুগন্ধ নিয়ে বেচেঁ থাকা যায়। বেচেঁ থাকা বেড়ে উঠার রোগ, রোগে রোগে বাড়ছে বয়স,  মানুষের মহাকাল। ফাইলো মন অসীম ব্লেডে কেটে কেটে টুকরো,
অর্থনীতি বলে, বাড়ছে বাজার।
অজানা নেশায় ছুটছে পণ্ডিত, গভীর রাতের সরল সহবাস
শিশুটি কেবল আংশিক মানুষ, সব কাঁচা রোবট, যন্ত্রে বসবাস
সময় একটা পাগলা নেশা, ক্ষমতার জ্বালানীতে জ্বলছে বারংবার
কালের পর কাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন