মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

সমাধান

মনে যখন কোনো সমস্যা আসে তখন সমস্যাকে বলি,
`প্রিয় বন্ধু,
তোমার সাথে রাতে আড্ডা দিবো।'
রাতে তার সাথে কথা বলি, সেও আমার সাথে আন্তরিকভাবে কথা বলে। একসময় সমস্যা দুর্বল হয়ে পড়ে। বুঝতে বাধ্য হয় আমার মন তার জন্য স্বাধীন এলাকা নয়। পরাধীনভাবে বেঁচে থাকার চেয়ে স্বাধীনভাবে মরে যাওয়া স্বাস্থ্যকর। নিজের যোগ্যতা নিয়ে সমস্যাটি মারা যায়।
জয় হয় স্বকীয় আমির।
জয় হবো না কেন?
অসংখ্য শুক্রাণুকে পরাজিত করে পৃথিবীতে আসি।
জয় আমার রক্তে মিশে আছে, সমস্যা সমাধানের ইতিহাস আমার ডিএনএ- এর গোপন কথা! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন