ফেরেশতা (Arabic: ملائكة , Malāʾikah) একটি ডিবাইস। এই ডিবাইসে নিদিষ্ট প্রোগ্রাম ইনস্টল করা থাকে। ইনস্টলকৃত প্রোগ্রাম ব্যতীত ডিবাইসটি অন্য কোনো কাজ করতে পারে না। যন্ত্র আর ফেরেশতার মধ্যে মোটাদাগের পার্থক্য হচ্ছে -- যন্ত্রের স্রষ্টা দৃশ্যমান আর ফেরেশতার স্রষ্টা অদৃশ্য!
ফেরেশতার মতো হওয়া মানে যন্ত্র জীবনের অনুকরণ, অনুসরণ। মানুষ যন্ত্রের মতো জীবন বহন করবে না ,এটাই মানুষের গৌরব, অহংকার।
যন্ত্রও ( Harut and Marut Arabic: هاروت وماروت) মানুষের মতো জীবনযাপন করতে পারবে না, এটাই যন্ত্রের সীমাবদ্ধতা, স্বাভাবিকতা।
ফেরেশতার মতো হওয়া মানে যন্ত্র জীবনের অনুকরণ, অনুসরণ। মানুষ যন্ত্রের মতো জীবন বহন করবে না ,এটাই মানুষের গৌরব, অহংকার।
যন্ত্রও ( Harut and Marut Arabic: هاروت وماروت) মানুষের মতো জীবনযাপন করতে পারবে না, এটাই যন্ত্রের সীমাবদ্ধতা, স্বাভাবিকতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন