বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

ফেরেশতা

ফেরেশতা (Arabic: ملائكة , Malāʾikah)  একটি  ডিবাইস। এই ডিবাইসে নিদিষ্ট প্রোগ্রাম ইনস্টল করা থাকে। ইনস্টলকৃত প্রোগ্রাম ব্যতীত ডিবাইসটি অন্য কোনো কাজ করতে পারে না। যন্ত্র আর ফেরেশতার মধ্যে মোটাদাগের পার্থক্য হচ্ছে -- যন্ত্রের স্রষ্টা দৃশ্যমান আর ফেরেশতার স্রষ্টা অদৃশ্য!
ফেরেশতার মতো হওয়া মানে যন্ত্র জীবনের অনুকরণ, অনুসরণ। মানুষ যন্ত্রের মতো জীবন বহন করবে না ,এটাই মানুষের গৌরব, অহংকার।
যন্ত্রও ( Harut and Marut Arabic: هاروت وماروت‎) মানুষের মতো জীবনযাপন করতে পারবে না, এটাই যন্ত্রের সীমাবদ্ধতা, স্বাভাবিকতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন