ভোর যদি চলে যায় সকালের কাছে
দিনের কী আসে যায়
দিন যদি অভিমানে থমকে দাঁড়ায়
সিনথিসিস মহাকাল কেঁদে বুক ভাসায়
আজো থামেনি স্বপ্নের খেলা
বিজুরি বাতাসে চলে দেউলের ভেলা
প্রচারে নেমেছে বুজুর্গ কাল
বরফগলা নদী জানে সূর্যের প্রতাপ
এক থেকে নয়ের পর শুন্য রাজা
এক যদি চলে যায় নাফেরার দেশে
শুন্য রাজা হয়ে অসীম সুখে
দিনের কী আসে যায়
দিন যদি অভিমানে থমকে দাঁড়ায়
সিনথিসিস মহাকাল কেঁদে বুক ভাসায়
আজো থামেনি স্বপ্নের খেলা
বিজুরি বাতাসে চলে দেউলের ভেলা
প্রচারে নেমেছে বুজুর্গ কাল
বরফগলা নদী জানে সূর্যের প্রতাপ
এক থেকে নয়ের পর শুন্য রাজা
এক যদি চলে যায় নাফেরার দেশে
শুন্য রাজা হয়ে অসীম সুখে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন