শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

প্রিয়ার আগে প্রিয়

যে প্রেম একা হয়ে যায়
সেই প্রেম আমার নয়
বৃষ্টি থেকে তুলে আনি এক হাজার পালক
মধ্য পথে এসে পথের সাথে হারিয়ে যাই
একবারে হারালে পথ দ্বিতীয় বার জাতিস্মর
প্রথম হারিয়ে পথ পেয়েছি খাইবার গিরিপথ
অনার্যরক্ত আমার শরীরের আনায় কানায় কানায় কালকেতু কান্দে অনার্যরক্তে নীরব নিরালায়

ক্যাফেইন উল্লাস এক থেকে দেড় হাজার মাইল অতিক্রম করে ছুটে আসে তোমার ঠোঁটে।
প্রেম,
তোমার একা হওয়ার সুযোগ নেই। তুমি হয়তো আজ স্টেজ করো না, মাতোয়ারা করো না যৌবনঠাসা কোনো যুবকের চোখ এবং চোখের নিচে শুয়ে থাকা কবর। কিন্তু শরীর ঝিমঝিম করার লোভে যে প্রিয় প্রতি রাতে ঘুমিয়ে পড়ে এ্যালকোহেলের দেশে, ঘুমেও তোমার চর্যা রোদ করেনি, করতে পারবে না।
 প্রিয় প্রেম,
তুমি এমনই নেশাকর! তৈরি করো বেঁচে থাকার নেশাদল!!
প্রেম,
তুমি প্রিয়ার আগে প্রিয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন