সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪

হিমঘরের রাণী


কথা ও সুর :এমরানুর রেজা

দুঃখ আশ্রমে  দুঃখ নিয়ে  খেলা করো না
আমার মাঝে বন্ধু তুমি, আমিই থাকি না
কাল সারা রাত আকাশ খোলা  বৃষ্টি নামে নি
আমার বুকে জমানো মেঘ কেউ দেখি নি
সুযোগ পেলে  বৃষ্টি হয়ে  অঝোরে ঝরে যায়
আবার আমি থমকে দাঁড়ায় বন্ধুকে কেন কাঁদায়।।

প্রজাপতির একটি ডানা কখনো হতে চায় নি
তোমার বুকে বানাব ঘর, বানাবই আমার বাড়ি
দুংখের সাথে দুঃখ মিলে দুঃখ যাবে হেরে
হবো আমরা চির শান্তি বন্ধু তোমাকে নিয়ে।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন