বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

নুরাইন

আজকাল মনটা দিনকালে যাতায়াত করে। যৌনচাহিদার মোড়কশব্দ 'ভালোবাসা' মানতে না-রাজ নুরাইন।
নুরাইন। কালে ভেসে আসা কনকলতা। ভালোবাসার কয়লায় নিজেকে পোড়ানো যার বিলাসিতা। দেহের যে অংশটি 'পা' বুঝানো হয়েছে নুরাইন তেমনি একটি অংশের মালিক।
বিড়ালটি প্রায় আসে পায়ের কাছ থেকে কাছে।মালিকানার অংশীদার হতে নয়,অংশ বিশেষের দাবি মেটাতে।
শিহরনের লাভা ছড়িয়ে পড়ে নুরাইনে।
নুরাইন তখন গলনাংক।
তরল পশুর সাথে অদেখা পশুর গোপনচলন।
সামাজিক শিকল কাটাতারে সীমানা নির্ধারণ করে।
সামাজিক দূরত্বে  তখন নুরাইনের পা।
পায়ের সাথে দেহের শিহরণপ্রবাহ থেমে যায়।
চলতে থাকে
চোখের সাথে চোখের কথোপকথন,
ভরা সময়ে মনচলন,
মানুষ না-বুঝা শিত্তকার --  মিউ, মিউ

৮,০৬,২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন