কথা ও সুর :এমরানুর রেজা
জাগো মানুষ, জাগো মানুষ
জাগাও তোমার মনটা
যেখানে রবে না কোনো কপটতা।।
একজনে আহার করে দিয়ে পল্লান্ন
অন্যজন অশ্রু ফেলে না পেয়ে অন্ন
যাও না তুমি, যাও না তুমি, বাড়াও তোমার হাতটা
যেখানে রবে না কোনো কপটতা।।
জাগো মানুষ, জাগো মানুষ
জাগাও তোমার মনটা
যেখানে রবে না কোনো কপটতা।।
একজনে আহার করে দিয়ে পল্লান্ন
অন্যজন অশ্রু ফেলে না পেয়ে অন্ন
যাও না তুমি, যাও না তুমি, বাড়াও তোমার হাতটা
যেখানে রবে না কোনো কপটতা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন