বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

চাবুক

মরনের মতো দীর্ঘ একটা চাবুক পীঠে আশ্রয়রত| হাজার বছরের ইতিহাস লুকানো তার বিষাক্ত দাঁতে| বিনয়ী বিশ্বাস থোকা থোকা শ্রদ্ধায় আস্থাবান হয়ে ওঠে| আস্থার আধিক্য কেড়ে নিতে থাকে জন্মপূর্ব শক্তিকণা| চর্বিত চর্বণ ''আমি'' করুণার ডাস্টবিনে হাবি খাই| আমার প্রতিনিধি মানুষ পূর্বজন্মের উত্তর পুরুষ
(শ্রদ্ধা এক ধরণের মানসিক পূজা)

২৯,০৯,২০১৩
কমলাপুর রেলওয়ে স্টেশন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন