বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

প্রকৃতির শেষ নাচ

যৌবনবতী একঝাঁক লতা রক্তাক্তরাধা
আয়নঘরে আগুন জ্বলে
মহান কৃষ্ণের চেতন জাগে, চেতন উড়ে
রাধাইচ্ছা ফণা তুলে কৃষ্ণজলে
কৃষ্ণনলে চুয়ে চুয়ে আয়ু পড়ে
আয়ু খেয়ে মাতাল পাখি আকাশ খোঁজে
রাধাবাতাস চুপিসারে পেখম মেলে
হুমরা ডাকাত বোতাম খোলে রাধাফুলে
অলসভূমি  আড়াল খোঁজে, আড়াল পোষে
প্রকৃতিরাজ্য মানুষ বোঝে, রাধাকান্নার অর্থ খোঁজে  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন