সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

জীবন নদীর বৈঠা

নারীর সৌন্দর্যে জমানো হাজারো বছরের পুরোনো মূল্যবোধ। তাই নারী  হওয়া একটি যোগ্যতা। সুন্দরী নারী!
::::
আত্মবিশ্বাসের জোয়ার থাকলে কোনো সমস্যাই সমস্যা নয়। প্রতিটি সমস্যা ঞ্জানের উত্স হয়ে দাঁড়ায়।
Tide of confidence is rampart at the foreign problem . Every problem is the very source of knowledge
::
 নারীর গুপ্তধনের খোঁজ পেতে কখনো কিছু ভাষা, কখনো সতেজ অর্থ, কখনো কোমল খ্যাতি বিনিয়োগ করা লাগে। আর পুরুষকে জানতে নারীটাকে শুধু নারী হওয়া লাগে।
17 1 2014
::::

নিজেকে খুঁড়তে থাকি।"আমি "কে আবিষ্কার করতে। যে আমিকে জন্মগত ভাবে সাথে নিয়ে চলছি। শরীরের নদী -নালা, খাল -বিল খোঁজে তার দেখা পাই। দেখে যেন মনে হয় চিনি উহারে। কিন্তু হায়! একি? "আমি"তো বড় বেশ শংকর, বড় বেশি শোষণের রক্তে ভেজা । তখন মনে পড়ে আসল কথা! আমার "আমি "বলে কিছু ছিল না, কারোই থাকে না।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন