এত কাছ থেকে তোমাকে অনুভব করব, ভাবিনি!
সময়ের সাথে আমি যেমন মিশে যাচ্ছি তেমনি তুমিও আমার সাথে
কী?
আমি যেন না বলি
কী?
উপহাসে বেচেঁ থাকে মানুষ
উপহাস! কোথায়?
আমার হাড়ের ভেতর লজ্জাঘরে
যে হাড় বানানো ছিল বনিয়াদি কৌশলে আদিম পাটাতনে
সহজ ভাষায় বলুন
সহজ ভাষায়!
চোরের ভূমিকায় আমি এখন ডাকাত
বাপরে.... তাহলে তো পুলিশ ডাকতে হয়
পুলিশ
আলী বাবা পুলিশের গুপ্তধন
আর তোমার রাজ্যের পুলিশ!
সে তো আমার পোষা গুপ্তচর
আচ্ছা
সওদা বরাবরই পছন্দের নয়, তাই মন বিনিময়ে লেনদেন করব না
ডাকাতির প্রমোশনে সত্রাস হবো
বাজেয়াপ্তের করবো টুকিটাকি গতিপথ, গতিনীতি
ততদিন ভালো থেকো আমার মধু
মধুমালার ত্রিঘাত মোহনায়
সময়ের সাথে আমি যেমন মিশে যাচ্ছি তেমনি তুমিও আমার সাথে
কী?
আমি যেন না বলি
কী?
উপহাসে বেচেঁ থাকে মানুষ
উপহাস! কোথায়?
আমার হাড়ের ভেতর লজ্জাঘরে
যে হাড় বানানো ছিল বনিয়াদি কৌশলে আদিম পাটাতনে
সহজ ভাষায় বলুন
সহজ ভাষায়!
চোরের ভূমিকায় আমি এখন ডাকাত
বাপরে.... তাহলে তো পুলিশ ডাকতে হয়
পুলিশ
আলী বাবা পুলিশের গুপ্তধন
আর তোমার রাজ্যের পুলিশ!
সে তো আমার পোষা গুপ্তচর
আচ্ছা
সওদা বরাবরই পছন্দের নয়, তাই মন বিনিময়ে লেনদেন করব না
ডাকাতির প্রমোশনে সত্রাস হবো
বাজেয়াপ্তের করবো টুকিটাকি গতিপথ, গতিনীতি
ততদিন ভালো থেকো আমার মধু
মধুমালার ত্রিঘাত মোহনায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন