বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

সায়াহ্নের তুমি

বহুদিন তোমার স্বপ্নে আমার স্বপ্ন ছিল
বহুরাত আমার জীবনের আলকেমিতে তোমার বিচরণ ছিল
বহুমোহে তোমার রূপের আগুনে আমার আমি দগ্ধ ছিল
আমার বংশীর সুরে তোমার মন উদ্বেল ছিল
হঠাৎ
আমার ঘুম ভেঙে গেল
যায়  স্বপ্নে  আমি বিভোর ছিলাম
চেতনায় সে এখন অদৃশ্য রাধা
আর আমি
তাম্বুলখণ্ডের জীবন্ত কৃষ্ণ
আমি পরিচিত হবো বিরহখণ্ডের কৃষ্ণনামে
তখন তুমি রাধা নতুবা ফজিলাতুন্নেসা
তবে
তুমি মলুয়া হও
তা আমার ইচ্ছার স্বাধীনতা নই
কারণ
তোমার কাছে আমি ধর্ম
আর তুমি
আমার অন্তরের ,অন্তরতর দর্শন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন