মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

ভাবনার দরজাগুলো

নারীর একটিমাত্র পৃথিবী। সামাজিক পৃথিবী। পৃথিবীটা ছোট কিন্তু গোছানো। পুরুষের পৃথিবীটা আপেক্ষিক বড়। এবং বড় হতে থাকে। তবে পুরুষদুনিয়াজুড়ে অগোছালো খাবভাব। তাইতো পুরুষের কাছে  ভালোবাসা হলো  জীবনের একটি অংশ । আর নারীর কাছে ভালোবাসা মানে পুরোটা জীবন।

Per female  has a unique zone. So called social arena. The zone is to very glen but so very orderly decorated. Male earth comparatively wide and is going to be widen but sweet disorder. Only for that love is a part of life to the male and love is a whole portion of life to the female.
::::
সুখ-দুঃখ, হাসি-কান্নার কোনো স্থায়ী ঠিকানা নেই। আসলেই তারা ভবঘুরে। তবে! তারা কখনো সরকার আমিন, কখনো কাজী বর্ণাঢ্য।

Laughter, torment, pleasure out of control, out of destination. Actually they are loafer. But! Some time they are Sarker Amin, some time they are Kazi Barnadhyo .
::::
নারীর প্রশস্ত বুক, প্রশস্ত করে পুরুষের চোখ
দৃশ্য চলে যায়, থেকে যায় দৃশ্যলুকানো সুখ

Giant breast of the girl best watch for the eye
The seen come for gone, gleam  pleasure is for long

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন