শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

এরপর

দুপুরের ভেতর দিয়ে চলে যায় আন্তনগর ট্রেন-- চাঁদনী রাত।

নদী পড়েছে অফিসিয়াল পোশাক, আমাদের পুরাতন মাঝি সেই আগের লেবাসেই আছে, মাইকে মাইকে বাজতে থাকে হামদ কিংবা নাত।

ভিক্ষুক এখনো দরজায় পাতে হাত।

দরজার নিজস্ব কোনো শব্দ নেই, হাজার বছরের জানালা আমার চোখের সমান।

জমানো কথার ভেতর ফ্রিল্যান্স দৃশ্য আসে বারংবার, পানপাতার মতো মুখ কেন হারায় নিজের ভিটা তা তো জানবার কথা, তা তো জানবার কথা।

চোখে আসে সীমানা
মনে থাকে হিসাব
একটি নীল রঙের সকাল থেকে জন্ম নেয় সবুজ রঙের বিকাল।

চোখের ভেতর দিয়ে চোখ দেখতে গেলেই যতসব আলোর মেলা
থোকা থোকা আলো
বিন্দু বিন্দু আলো
চুপচাপ চুপচাপ এক দুনিয়া

কামনার ঘরে মপর্না হিসাবের চারা রোপন করে ধীরে ধীরে
সেই আন্তনগর ট্রেন দুপুরের মতো চলে যায় রাতের ঘরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন