মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

সাহিত্য

যাদের সাহিত্য চর্চার শেকড় খুব গভীর না তারা আসলে কচুরিপানার মতো স্রোতের টানে ভেসে চলে। তাদের ব্যক্তিত্বের কোনো নিজস্বতা নেই। হাততালি তাদের একমাত্র লক্ষ্য। প্রাপ্ত হাততালিকে তারা প্রসাধনীর মতো ব্যবহার করে যা তাদের ভোগের চেহারাকে উজ্জ্বল করে।

সাহিত্য কিন্তু আপনার পাগলা ঘোড়া না যার পীঠে চড়ে আপনি সংসার মাঠ পাড়ি দিবেন, সাহিত্য হল ছোট্ট নৌকা যেখানে আপনার ঠাঁই হবে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন