শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

বার্তা

জীবন একটা উপহার। উপহার কেউ সাজিয়ে রাখে, কেউ ব্যবহার করে, কেউ আবার রাগ করে আগুনে পুড়ায়।

উপহারের কোনো বিনিময় মূল্য হয় না, উপহার মূল্যহীন বলেই অনেক মূল্যবান। জীবন নামক উপহার মানুষ কোথা থেকে পেয়েছে তা অনেক গভীর বিষয় যেখানে কবি নীরব।

প্রত্যেক মানুষ কমাতে বসবাস করে কিন্তু দাঁড়ির আলোচনায় তার চুল সাদা হয়, চোখের সামনের দৃশ্যরা ঝাপসা হয়ে আসে, জিহব্বাটি স্বাদ্গুন হারায়।

মানুষ জানে না মানুষ অতি কষ্টে মানুষ। কুয়াশার মতো চেতনাকে আজকাল মানুষ বলে চালিয়ে দেয়া হলেও মানুষ কিন্তু আছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন