মাথা বরাবর অনেক কিছুই থাকে না
মাথার কাছেও অনেক কিছু থাকে না
চোখের সামনে সত্যি ডিভোর্স দেয় সত্যকে
হাইকোর্ট জজকোর্ট দেখায় বিজ্ঞাপনের মফিজ
কাল থেকে অন্ধকার নামবে কুয়াশার নাভিমূলে
মহাস্থান আবাল সুর দিবে ইতিহাসের মালবাহী দোকানে
চলছে থামবে
থামবে চলছে
থামা আর চলার মাঝে বাতাসের সংসার
সংসারে দেখা দেয় যতসব অযথা আলাপ
কোন মানুষ কেমন, কোন ঘরে আলো জ্বলে, কোন বানরের লেজে লেগে যায় কত লিটার উপরি তেলের খরচ জেনে হয় না কোনো জমির একখন্ড কাজ, শীতকালে মানুষের ভীষন আরাম।
কুয়াশার চাকরি করে সুখ আসে মনে, সুখ আসে জনে।
ঘরমুখো সুখ
মানুষবাহী সুখ
সুখ থেকে সুখ
সুখে পালাতে পালাতে কাল রাখে না হাত পায়রার হাতে
ঘাসের ঘরে খুব ভোরে রোজ রাতে কিছু কথা থাকে কিছু কথা থাকে
মাথার কাছেও অনেক কিছু থাকে না
চোখের সামনে সত্যি ডিভোর্স দেয় সত্যকে
হাইকোর্ট জজকোর্ট দেখায় বিজ্ঞাপনের মফিজ
কাল থেকে অন্ধকার নামবে কুয়াশার নাভিমূলে
মহাস্থান আবাল সুর দিবে ইতিহাসের মালবাহী দোকানে
চলছে থামবে
থামবে চলছে
থামা আর চলার মাঝে বাতাসের সংসার
সংসারে দেখা দেয় যতসব অযথা আলাপ
কোন মানুষ কেমন, কোন ঘরে আলো জ্বলে, কোন বানরের লেজে লেগে যায় কত লিটার উপরি তেলের খরচ জেনে হয় না কোনো জমির একখন্ড কাজ, শীতকালে মানুষের ভীষন আরাম।
কুয়াশার চাকরি করে সুখ আসে মনে, সুখ আসে জনে।
ঘরমুখো সুখ
মানুষবাহী সুখ
সুখ থেকে সুখ
সুখে পালাতে পালাতে কাল রাখে না হাত পায়রার হাতে
ঘাসের ঘরে খুব ভোরে রোজ রাতে কিছু কথা থাকে কিছু কথা থাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন