বিগত দিনের আমি রোজ একদিন হয়ে যায়, গিটারের আওয়াজ, মিউজিক চেয়ারের সেই অভ্যাসে বহুগামীতার চিরাচরিত স্বভাব জেগে থাকে বেঁচে থাকে, বেঁচে নেই কেবল বন্ধুর বাড়ি, নদীর ঢেউ।
নদী কথা বলতে চায়
কথা দেখা করতে চায়
চাওয়া চায় পাওয়ার মতো একখান হাসি।
আওয়াজ দিতে জানলেই পৃথিবীকে চোখের সামনে নামিয়ে আনা যায় না, পৃথিবীরও রয়েছে জন্মগত কিছু টান, পৃথিবীকেও তার পৃথিবীর কাছে হিসাব দিতে হয়-- রোটিন মেনে যেতে হয়েছে জন্মের কাছে, আবার রোটিন মেনে যাবে মৃত্যুর তালতিলে জীবনের কাছে।
জীবন আছে
জীবন থাকে
জীবন থাকবে বলে আজও মনে হয়
কেবল পুরাতন বাড়ির ভেতর ভূতের চিৎকারে মানুষটি ঘুমাতে পারে না।
মানুষটি হাসতে পারে না
মানুষটি দেখতে পারে না
মানুষটি হাঁটতে পারে না
মানুষটি আলোর ভেতর ছায়া দেখে আরও আরও গভীর থেকে গভীরে,
বিগত দিনের মানুষটির ভেতর তুমিহীন শুন্যতার চাষ হবে, কাগজে ফুলে গন্ধ নিবে আজকের তারা।
সব সারা
সব হারা
আকাশ নিশ্চিতভাবে হয়ে যাবে আকাশের তারা
নদী কথা বলতে চায়
কথা দেখা করতে চায়
চাওয়া চায় পাওয়ার মতো একখান হাসি।
আওয়াজ দিতে জানলেই পৃথিবীকে চোখের সামনে নামিয়ে আনা যায় না, পৃথিবীরও রয়েছে জন্মগত কিছু টান, পৃথিবীকেও তার পৃথিবীর কাছে হিসাব দিতে হয়-- রোটিন মেনে যেতে হয়েছে জন্মের কাছে, আবার রোটিন মেনে যাবে মৃত্যুর তালতিলে জীবনের কাছে।
জীবন আছে
জীবন থাকে
জীবন থাকবে বলে আজও মনে হয়
কেবল পুরাতন বাড়ির ভেতর ভূতের চিৎকারে মানুষটি ঘুমাতে পারে না।
মানুষটি হাসতে পারে না
মানুষটি দেখতে পারে না
মানুষটি হাঁটতে পারে না
মানুষটি আলোর ভেতর ছায়া দেখে আরও আরও গভীর থেকে গভীরে,
বিগত দিনের মানুষটির ভেতর তুমিহীন শুন্যতার চাষ হবে, কাগজে ফুলে গন্ধ নিবে আজকের তারা।
সব সারা
সব হারা
আকাশ নিশ্চিতভাবে হয়ে যাবে আকাশের তারা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন