রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

উত্তর

রেজা ভালো হয়ে যাও। এখন গভীর রাত। সকাল হবার আগেই ভালো হয়ে যাও। পয়সা টয়সা লাগবো না। চোখ বন্ধ করে হৃদয়ের কথা শুনে দেখো বোবা পৃথিবী অযথা চিল্লায়। পুঁটি মাছ নাচে অযথা বেশি, বৃদ্ধ চাচার কন্ঠে থাকবেই কাশি। তোমার আকাশ এখনো অসীম, এখনো শতভাগ ব্যবসায়ী হতে পারনি, ভালো হবার সুযোগ আছে তোমার শতভাগ।

কূপকে যারা মৃত্যুর ফাঁদ ভেবেছিল তারা জানে না কূপ কেমন করে অসহায়  ইউসুফকে নবী বানায়,  রাজা বানায়; তারা জানতেও পারবে না।
তারা কেবল নিজের ভেতর গর্ত খুঁড়ে খুঁড়ে একদিন ভালো মানের কূপ হয়ে যাবে। তুমি গর্তের সন্ধানে মাটির ঢেলার সাথে মিশে যাবে তা সে চায় না, তোমাকে সে আগুনে দিবে তবে মাটির চেয়ে আরও শক্তিশালী করার জন্যে। সে তোমাকে ধীরে ধীরে তার দিকে নিয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না।

তুমি ইচ্ছা করলেই ভালো হতে পারবে না রেজা, ভালো হওয়া কোনো কঠিন কাজ না তবে কঠিনতর কঠিন, কঠিনতম কঠিন।

জীবনকে প্রশ্ন করা যায় না রেজা, জীবন ঠাঁইহীন নৌকার মতো ঢেউয়ের তালে চলে, যেমন করে দূরে থাকে সে তেমন করে ধরে। রেজা ভাই, ভালো হওয়া তোমার চাই-ই চাই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন