শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

..:..:

রোদ পোহাতে পোহাতে সূর্যের বাড়ি থেকে টেনশন নেমে আসে
রেললাইনের পাথরে দেখা দেয় সেলফি ম্যানিয়া

মানুষ কথা বলতে জানে, মানুষ ভালোবাসতে জানে, মানুষ জানে নিজেকে একমাত্র ভাবতে

আরও গভীরে গেলেও ভাসমান সব মৃত্যুর মতো দেখাবে, গন্ধ ছাড়াও ফুল আছে পৃথিবীতে, কাঁটা ছাড়াও মাছমাংসের স্বাদ মিলে জিহ্বায়

কিছু বাড়তি ভালোর জন্য অসুখ বিক্রি করে যারা তারাও মশার কামড়ে ব্যথা পায়, সরিষা ফুলের মতো হাসতে পারাটাই কাজ, বোকা হয়ে ত্যাগী হতে পারাই সমাজ, কাঁদতে পারলে তুমিও সূর্য হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন