সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

ধন্যবাদ

সিগারেটের ধোঁয়ার মতো উড়ে যায় প্রেমিকার ওড়না
শোকাবহ চোখে ভেসে আসে বহুদিন আগের এক ঝরনা
কারা যেন বলে তুমি ছিলে
কে যেন বলে তুমি আছো
ছিলে হয়তো
আছো হয়তো
কুয়াশার ভেতর জমা থাকে না ভোর
পুলিশের চোখ দেখে না মানুষের হৃদয়
একটি সকালের আশায় রাতের পথ ধরে ঘুমচোখে হেঁটে চলা
একসময় ঠিকই কোকিলের সাথে দেখা হবে
নিভে যাওয়া সূর্যের সাথে কথা হবে
ম্লান মুখে হাসি দিবে অনেক দিন আগের এক অন্ধকার
আকাশ যেখানে থামবে সেখানে দাঁড়িয়ে থাকবে আমার মতো একটি গাছ
কোনো দুঃখ নয়
কোনো অভিমান নয়
কোনো অভিযোগ নয়
একটি গাছের কাছে কেবল আরেকটি গাছের ছায়ার প্রার্থনা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন