রোদে শুকাতে দিয়েছি বয়স-- শীতকাল
পোষাকের কান থেকে পায়ের নখ পর্যন্ত জল আর জল-- শীতকাল
বাতাস ভুলে গ্যাছে সাকপ্রিয় সুখ-- শীতকাল
সূর্য চলে গ্যাছে চোখের পরপারে, পোষাক তখনো ঝুলে আছে তারে, শীতকাল ঝুলে আছে কার্তিক মাসের ঠাকুরমার ঘরে
পোষাকের কান থেকে পায়ের নখ পর্যন্ত জল আর জল-- শীতকাল
বাতাস ভুলে গ্যাছে সাকপ্রিয় সুখ-- শীতকাল
সূর্য চলে গ্যাছে চোখের পরপারে, পোষাক তখনো ঝুলে আছে তারে, শীতকাল ঝুলে আছে কার্তিক মাসের ঠাকুরমার ঘরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন