দুচার কলম লিখতে না লিখতে বই বের করতে হবে। বই বের করতে না করতেই পুরষ্কার পেতে হবে। পুরষ্কার পাওয়ার কয়েকদিনের মধ্যে লেখক টেন্ডারবাজি শুরু করতে হবে। তারপর শুরু হবে ফতোয়া দেয়া, মোনাজাত করা আর খেচুড়ি খাওয়ার ধুম।
আর দালাল শ্রেনি কিন্তু হাজির, পত্রিকা বের করবে, পত্রিকা বের করে করে কোথাও খাবারের সুযোগ নিবে, কখনো চাকরী পাওয়ার সুযোগ নিবে, কোথাও সোস্যাল ক্যাপিটাল অর্জন করার লোভে থাকবে, কখনো আবার নিজের সম্পাদনা যোগ্যতা কাজে লাগিয়ে কোনো মহলের পাচাটা গোলাম হবে।
তারা খুব সুন্দর করে সৌন্দর্যের কথা বলবে। তাদের সৌন্দর্যের সুন্দর বর্ননা শুনে বুঝা যাবে না তারা আসলে শয়তান ডট কমের এজেন্ট। তাহলে কখন বুঝা যাবে? বুঝা যাবে যখন তারা ফলাফলের দিকে যাবে। ফলাফলে তারা বলবে সৌন্দর্য মানে প্রিয়াংকা কারকি অথবা ফেয়ার এন্ড লাভলী।
আর দালাল শ্রেনি কিন্তু হাজির, পত্রিকা বের করবে, পত্রিকা বের করে করে কোথাও খাবারের সুযোগ নিবে, কখনো চাকরী পাওয়ার সুযোগ নিবে, কোথাও সোস্যাল ক্যাপিটাল অর্জন করার লোভে থাকবে, কখনো আবার নিজের সম্পাদনা যোগ্যতা কাজে লাগিয়ে কোনো মহলের পাচাটা গোলাম হবে।
তারা খুব সুন্দর করে সৌন্দর্যের কথা বলবে। তাদের সৌন্দর্যের সুন্দর বর্ননা শুনে বুঝা যাবে না তারা আসলে শয়তান ডট কমের এজেন্ট। তাহলে কখন বুঝা যাবে? বুঝা যাবে যখন তারা ফলাফলের দিকে যাবে। ফলাফলে তারা বলবে সৌন্দর্য মানে প্রিয়াংকা কারকি অথবা ফেয়ার এন্ড লাভলী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন