সিঁড়ি ভাঙতে গিয়ে যে মানুষটি পা ভেঙে ফেললো তার চোখের জল আমরা দেখি না, আমরা দেখি বার্নিশ করা চোখের নিচে কোনো কালো দাগ পড়ল কিনা, যার ফ্রিজভর্তি খাবার তার জন্য গ্রামের পুকুর থেকে কোনো মাছ আনা যায় কিনা, বোবা কৃষক কাঁদতে জানে না, তাঁদের কান্না কেউ কোনোদিন শুনতেও চায় না, মানবতার টুপি পড়ে তারা সিমিনার করে, মানুষের মানুষ নামে পুরষ্কার সাজায় ঘরে বাইরে, সুন্দর সুন্দর বক্তৃতা দেয় মাইকের সামনে, তারা ছিল সেই কাল থাকে, তারা থাকবে বলেই উত্তরসূরীর পসরা সাজায় থরে বিথরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন