শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

প্রতি

ইচ্ছেগুলো পাখির মতো আকাশে উড়তে থাকে। যে গাছ নড়ছে দুলছে সে গাছে পাখি বসে না। পাখির জন্য প্রয়োজন হয় একটি স্থির গাছ। স্থির গাছে পাখি বসে, বাসা বানায়, আরও পাখি জন্ম দেয়। একসময় গাছটি হয়ে যায় পাখিদের গ্রাম।

যে মানুষ অস্থির, নড়ছে দুলছে সে মানুষের মনে ইচ্ছা, স্বপ্ন কখনো বাসা বানাতে আসে না। স্বপ্ন তার মনেই বাসা তৈরি করে যার মন প্রত্যয়ী পদক্ষেপ ফেলে প্রতিটি সময়ের মাঠে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন