শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

বিয়ে

সরকার আমাদের বিশ বছর পড়ায় তারপর ত্রিশ বছরের জন্য একটি চাকরি দেয়। মাওলানা পঁচিশ বছর পড়াশোনা করে তারপর ফতোয়া দেয়ার ক্ষমতা লাভ করে। সাধু বহুদিন সাঁইজির সঙ নেয়ার পর অবশেষে একদিন সুমতি লাভ করে।

সব কিছুতেই একটি নির্দিষ্ট সময় বিনিয়োগের ব্যাপার থাকে। কিন্তু একজন মেয়ে একজন ছেলেকে সারা জীবনের জন্য বন্ধু হিসেবে বেছে নিবে সেখানে কোনো সময় নির্ধারিত থাকে না। সেখানে বাইলাক নীতিকে প্রাধান্য দেয়া হয়।

একজন মানুষকে বুঝতে হলে কিছু সময় বিনিয়োগ করা আবশ্যক। বিয়ের পর বোঝাপড়ার সময় থাকে না। কারণ বিয়ের পর সমাজ একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
প্রথমে সমাজ দুজনকে বোঝাপড়া করতে বাঁধা দেয়, তারপর পুতুলবিয়ের মতো যখনই দুজনের বিয়ে হয় তাদের দূরে সরে যাওয়াকে কলঙ্ক মনে করে।

এইভাবে আমাদের সমাজ নারী-পুরুষের সম্পর্কের মাঝে শাঁখের করাত হয়ে অবস্থান করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন