শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

ভুল

মানুষ ভুল করে না, মানুষ ভুলের ফসল। মানুষের মৃত্যু হলেও মানুষের ভুলের মৃত্যু নেই। ভুল মিশে থাকে বাতাসে, ঠোঁটের বারান্দায়, আকাশের বেডরুমে।

ভুল চরিত্রবান, শুদ্ধতার আন্তরিক বন্ধু।

একটি বিখ্যাত ভুল করতে একটি বিখ্যাত জীবন প্রয়োজন। একটি বিখ্যাত জীবনের পাশে থাকা মানে বিখ্যাত সাহসের সাথে থাকা।
সাহস, জীবন, ভুল, শুদ্ধতা, বিখ্যাত আরো আছে যত সবকিছুই এক শিশি নারকেল তেলের কাছে তুচ্ছ। এমন করে সকাল গুরুত্বপূর্ণ, সকালের চেয়ে সন্ধ্যা এবং রাত। রাত এলেই ভুলের দরজায় বাজে কড়া নাড়ার গান, সুনসান নীরবতা এবং নীরবতা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন