বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

স্বচ্ছ

স্বচ্ছ ছিল ভোরের কুয়াশা
শীতের কবোষ্ণ উষ্ণ রোদ
তুসকের তলে শুয়ে থাকা ভোর
আম্মার হাতে জন্ম নেয়া পিঠাসকাল
আজকের সময় খ্যাত, বিখ্যাত, দগ্ধ, বিদগ্ধ
আজকের সময় চায়ের রঙে রঙিন
তবু যেন জীবনবোধ কনসার্টের সুরে কৃত্রিম, এক আকাশ সমান পরাধীন এবং পরাধীন এবং পরাধীন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন