রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

চলে যাবো বলে

চলে যাবো বলে একা একা হাঁটি
চলে যাবো বলে পান্থশালার ঘরে আমার এক ফালি বাঁশি
চলে যাবো বলে হৃদয়ের ঘরে সোডিয়াম আলো
হৃদয়ের পাড়ে অভিমানী গান, সৃষ্টির সুরে অঞ্জলিযান
চলে যাবো বলে চোখের আশায় বেঁচে থাকার অভ্যাস
মন থেকে বন, বন থেকে আলোকপাত, উদ্ভুত এক আলোকপাত
তবুও অপূর্ণ, অপূর্ব অপূর্ণ থাকবে চিরকাল, মহাকাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন