মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

আসবে

আসবে গো দিন আসবে
ঠোঁটের নিচে পুব আকাশের সূর্যটা ঠিক উঠবে
আসবে গো দিন আসবে
এক কাতারে মানুষ সকল জোছনালোকে হাঁটবে
নাকের দেশে ফুলের বাতাস সরল মনে হাসবে
আসবে গো দিন আসবে
পুলিশ মানুষ গিটার ধরে মানুষের গান গাইবে
নদীর সেই নাব্যতা সুখ স্রোতের পথে ভাসবে
বাউল সুরে মাঝির নৌকা আবার হেসে চলবে
অন্ধকারটা আলো হয়ে রোজ সকালে ফুটবে
আসবে গো দিন আসবে
জোনাকপোকা আলো জ্বেলে অন্ধকারে সাজবে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন