শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

সঙ্গীত

গানের মধ্যে থাকে কথা, গানের মধ্যে থাকে সুর, মৌখিক সুরের সাথে সাপোর্ট হিসেবে যুক্ত হয় যন্ত্র। ফলে সুর, কথা, যন্ত্রসুর মিলে গান।

প্যান্টের চেয়ে আন্ডারপ্যান্ট বড় হওয়ার রীতি চালু না হলেও কথা ও সুরের চেয়ে যন্ত্রসুরকে তীব্র আকারে উপস্থাপন করে সঙ্গীতসন্ধ্যা-যাপনের রীতি চালু হয়ে গেছে।

নতুনকে গ্রহণ করতে আপত্তি থাকার কথা না, তবে কী বর্জন করা হচ্ছে তা অবশ্যই বিবেচনায় আনতে হবে। কারণ আকাশে উড়ে বেড়ানো যায় কিন্তু আকাশে ঘর বানানোর বিধিবদ্ধ হিসাব-নিকাশ এখনো সমাজ গ্রহণ করতে পারেনি। তাই জমিন এখনো আমাদের বাসস্থানের নাম, আমাদের শেকড়ের নাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন