রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

আহত

ভালোবাসাহীন এই ভূমি। ভূমির সন্তান মানুষ। মানুষ সইতে পারে না ভালোবাসার অসীম ভার। হালি ছটফট, ছটফট করে। আকুম-বাকুম শব্দ তোলে। ভালোবাসা গো যমুনা নদী আমার পুকুরের পোনা তোমার সংসারে আনিও না। পুকুরের পোনা স্রোত চিনে না, শৈবালে শৈবালে জীবন তাহার। শৈবাল চিনে পুকুর, পুকুর চিনে পোনা, শৈবালে পুকুরে পোনার জীবন-- দশ হাত ফুসফাঁস এক হাত চলন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন