শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

হাইপেশিয়া

সমাজে চাকচিক্য দেখি সাধক দেখি না। অনেকে আমার মতো নিজের প্রদর্শনীর কাজে ব্যস্ত। অনেকে ভদ্রলোকের মোড়কে দুর্দান্ত ডাকাত, অনেকে তেইল্লাচুরা কেবল নষ্ট করে, কেবলই নষ্ট।

সমাজে সাধক দেখি কিন্তু তাঁদের  মূল্যায়ন দেখি না। তাঁরা  ফুলার রোড থেকে দুই হাজার আট নাম্বার রুমে যাওয়া-আসা করেন। তাঁরা দায়িত্ব ও কর্তব্যের আন্তরিকতা নিয়ে মগ্ন থাকেন। তাঁরা টাইমলাইন চান না, তাঁরা দুধ থেকে মাখন প্রক্রিয়া পর্যন্ত ভ্রমণে বিশ্বাসী।
তাঁদেরকে পাগল বলে অসামাজিক করার চেষ্টা চলে। সমাজ তাঁদের চিনে না, চিনতে চায় না, কারণ তাঁদের  দিয়ে টেবিলের নিচের কাজটি হবে না, কারণ কেবল ব্যক্তিউদ্দেশ্যকে সামনে রেখে তাঁরা একটি কাশি দিতেও প্রস্তুত নন। কারণ তাঁরা  সাধক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন