মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

লোকটি

লোকটি আমাকে সামাজিক হতে বলে। লোকটি আমাকে তার মতো হতে বলে। কিন্তু আমি তো আমি। আমার মতো আমি তো কাউকে দেখিনি। আমি কেন তার মতো হবো... আমি কেন সমাজের সেই কলাপাতার নিচ থেকে সবুজ বিলাবো ...তার মতো হলে মিটে যাবে বিশৃঙ্খলা? না না, কখনো না। বরং তার মতো হতে গেলে দেখা দিবে বায়ুশূন্যতা, বায়ুশূন্যতা থেকে ঘূর্ণিঝড়, টানটান টর্নেডো, সাইক্লোন।

লোকটি আমাকে তার মতো হতে বলে। লোকটি আমাকে ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো হতে বলে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন