মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

নকল

তোমার চেহারা এ রকম নয়, অন্য রকম
অনেকটা আপেলের মতো, অনেকটা কাঁঠালের মতো
তুমি হাজার বছরের চেহারা চিনো না, তোমাকে চিনতে দেয়া হয়নি
আয়নায় তুমি যে চেহারা দেখো সেটা নকল
জলপাই, নারকেল, আপেলের বীজ থেকে নকল করা
তুমি নকল, সত্যিই তুমি নকলের সন্তান

পৃথিবীতে একটা নকল দেখাও যেখানে নকল নেই
নকলের জঙ্গলে আমি তুমি আমরা-- হুঙ্কার তুলি, গর্জন করি মৌলিক বলে কিচ্ছু নেই,
মৌলিক বলে ব্যবসা করি
নকলের ঘর থেকে নকল তুলে আনি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন