নদী আমার বহে না
নৌকা আমার চলে না
আমার মনের আন্ধারটুকু কাটে না, কাটে না।।
স্বপ্ন দেখার মেশিন কল থামে না, থামে না
সমাজের এই করাত কল বুঝে না, বুঝে না
আমার মনের কুয়াশা কাটে না, কাটে না।।
আলো আসে তবু আলো আসে না, আসে না
ভোর হবে তবু ভোর হলো না, হলো না
আমার মায়ের চোখের জল থামে না, থামে না।।
নৌকা আমার চলে না
আমার মনের আন্ধারটুকু কাটে না, কাটে না।।
স্বপ্ন দেখার মেশিন কল থামে না, থামে না
সমাজের এই করাত কল বুঝে না, বুঝে না
আমার মনের কুয়াশা কাটে না, কাটে না।।
আলো আসে তবু আলো আসে না, আসে না
ভোর হবে তবু ভোর হলো না, হলো না
আমার মায়ের চোখের জল থামে না, থামে না।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন