সেলিম আল দীন,
বন্ধু আমার,
কেমন আছো?
নিশ্চয় ভালো আছো। তোমারই তো ভালো থাকবার কথা। তোমার তো আর ভালো থাকতে পয়সা লাগে না। আমাদের ভালো থাকা অবশ্যই পয়সা দিয়েও হয় না। এখন চলে টাকার হিসাব। আজিজের এক কাপ চা পনেরো টাকা, হাকিমের লেবু মিশ্রিত এক কাপ গরম পানিও পাঁচ টাকা।
তোমারই তো ভালো থাকবার কথা। তোমাকে তো আর বাংলা বিভাগে পড়তে হয় না, যেখানে চলে ঠোঁট টু কলমস্থ বিদ্যার বাহার, সৃষ্টিশীল উত্তর লেখা যেখানে নিয়মতান্ত্রিক অপরাধ।
বন্ধু জানো,
তোমার গুরুত্ব অনুধাবন করেছে বাংলা বিভাগ। বাংলা বিভাগের সিলেবাসে এখন দেখা মিলে রুস্তম, ইদল হক, লাউয়া কন্যাদের সমাহার। রঙ্গমঞ্চে দেখতে পাই তোমার বেদনার অভিসার।এসো একবার বাংলা বিভাগের করিডোরে, দেখবে বনশ্রী মালা, ডালিমনের চমৎকার প্রামাণিক হালচাল।
বনশ্রী বালা,
অনেক বছর পর তোমার দেখা পেলাম, তোমার মনে যে আয়াত নাযিল হয় তা তো রবি দা কিংবা ছায়ার বুঝবার কথা নয়। বিষ তোমাকে খেতেই হবে। মরণই তোমার মুক্তি। পরপারে তোমার নায়েবের দেখা পাবে। নায়েবই জানে তোমার হাসির বিমূঢ় খেলার নিগূঢ় রহস্য।
বনশ্রী বালা,
মালকারা শুধু বেঁচে থাকতেই জানে, মরতে জানে না।
আরে মালকা,
মরলেই জীবনের মানে জানা যায়, ছয় তলা জানে পাঁচ তলার সরল ইতিহাস।
বন্ধু,
সেলিম আল দীন,
বনশ্রী বালা কী তোমার নারী সত্তা!
জানি, তুমি উত্তরের পৃথিবীতে যাও না,
তুমি তো ভালোবাসার মতোই নিয়ত একা।
বল না, বনশ্রী বালা কী তোমার নারী সত্তা?
বন্ধু আমার,
কেমন আছো?
নিশ্চয় ভালো আছো। তোমারই তো ভালো থাকবার কথা। তোমার তো আর ভালো থাকতে পয়সা লাগে না। আমাদের ভালো থাকা অবশ্যই পয়সা দিয়েও হয় না। এখন চলে টাকার হিসাব। আজিজের এক কাপ চা পনেরো টাকা, হাকিমের লেবু মিশ্রিত এক কাপ গরম পানিও পাঁচ টাকা।
তোমারই তো ভালো থাকবার কথা। তোমাকে তো আর বাংলা বিভাগে পড়তে হয় না, যেখানে চলে ঠোঁট টু কলমস্থ বিদ্যার বাহার, সৃষ্টিশীল উত্তর লেখা যেখানে নিয়মতান্ত্রিক অপরাধ।
বন্ধু জানো,
তোমার গুরুত্ব অনুধাবন করেছে বাংলা বিভাগ। বাংলা বিভাগের সিলেবাসে এখন দেখা মিলে রুস্তম, ইদল হক, লাউয়া কন্যাদের সমাহার। রঙ্গমঞ্চে দেখতে পাই তোমার বেদনার অভিসার।এসো একবার বাংলা বিভাগের করিডোরে, দেখবে বনশ্রী মালা, ডালিমনের চমৎকার প্রামাণিক হালচাল।
বনশ্রী বালা,
অনেক বছর পর তোমার দেখা পেলাম, তোমার মনে যে আয়াত নাযিল হয় তা তো রবি দা কিংবা ছায়ার বুঝবার কথা নয়। বিষ তোমাকে খেতেই হবে। মরণই তোমার মুক্তি। পরপারে তোমার নায়েবের দেখা পাবে। নায়েবই জানে তোমার হাসির বিমূঢ় খেলার নিগূঢ় রহস্য।
বনশ্রী বালা,
মালকারা শুধু বেঁচে থাকতেই জানে, মরতে জানে না।
আরে মালকা,
মরলেই জীবনের মানে জানা যায়, ছয় তলা জানে পাঁচ তলার সরল ইতিহাস।
বন্ধু,
সেলিম আল দীন,
বনশ্রী বালা কী তোমার নারী সত্তা!
জানি, তুমি উত্তরের পৃথিবীতে যাও না,
তুমি তো ভালোবাসার মতোই নিয়ত একা।
বল না, বনশ্রী বালা কী তোমার নারী সত্তা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন