বুধবার, ২৭ মে, ২০১৫

ধূলামলিন

পথধূলার মানুষ আমি ধূলাগায়ে হাঁটি
জংলার কিছু লতা পাইয়্যা ঘর বানাইয়া থাকি
সরিষাফুলের স্বপ্ন আমার আন্দার রাইতে জাগে
স্বপ্নগুলো রঙ্গিন লাতা বেনলাইতে ডাকে
আমার মনের স্বপ্নখোকা সকালে চেয়ে দেখে
ধূলাগায়ের মানুষ সকল স্বপ্নখোকা আঁকে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন