রবিবার, ৩ মে, ২০১৫

ধূপছায়া

ভালোবেসে হোক, ঘৃণা করে হোক, এখনো কেউ আমার কথা ভাবে জেনে গেলে ভালো লাগে।  বুদ্ধির শেকড়ে ওঠে ঘাসফড়িঙের নাচ। এক বচ্ছর থেকে এক হাজার বচ্ছর ঘৃণা কিংবা তৃণ হয়ে থাকলেও পা জানে না মনের খবর।
ফ্যালফ্যাল করে দৃষ্টি ফেলি তারাদের উপর।
ক্রমানুসারে বেড়ে চলে দূরত্বের নাচন।
আমাদের চির অচেনা পৃথিবীতে ভুল যার নাম ভালো থাকুক তারা,
ফুল যার নাম ভালো থাকুক তারা
কালো কার্পেট পদলেহনে ব্যস্ত থাকুক
ব্যস্ত থাকুক ঘৃণার ধূপছায়া, লাল আর নীলের শহর যেখানে জমা থাকে ছদ্মবেশের উঠা- নামা।
আর আমি?
জেলির মতো নরম কোষপ্রাণ হয়ে বসে আছি আদমের দেহের আঙিনায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন