বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫

অভিশাপ

হৃদয়ের গভীরে একটি কুয়া আছে, গভীর এক কুয়া। কুয়াটি জলে পরিপূর্ণ। জলের মাঝে চাওয়া- পাওয়ার কুমির। কুমির হাত নাড়ে, পা নাড়ে। শরীরে দেখা দেয় জলের তুফান। চোখের নালা দিয়ে কিছু জল পৃথিবীতে পা ফেলে। জল পৃথিবীতে এসে নিরুপায়। সে জেনে যায় পৃথিবী ডোমদের বাস -- শুধু কাটে, কেবল কাটে আর তৈরি জরে ব্যবচ্ছেদ থিয়েটার। হৃদয়ের গভীরে একটি গভীর গিরিখাত। ভিসুভিয়াস লাভা পৃথিবীতে এসে জ্বালায়, পোড়ায়, পৃথিবী নতজানু, মেনে নিয়েছে তার অভিশাপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন