শুক্রবার, ৮ মে, ২০১৫

অভিনয়

অভি মানে সত্য, নয় মানে অনুপস্থিত। অভিনয় মানে সত্যের অনুপস্থিত। মিথ্যাকে সত্যের মতো করে উপস্থাপন করাই অভিনয়। ঘোড়ারক্ষক শেক্সপিয়ার মানুষকে রঙমঞ্চের অভিনেতা বলেছেন। আসলেই সামাজিক জীবনে আমরা  ভালো অভিনেতা। ফলে আবৃত থাকে স্বাভাবিকতার অমৃত সৌন্দর্য।
কৃত্রিম আহবান কানে পৌঁছে, প্রাণে পৌঁছে না, কৃত্রিম দৃশ্য চোখে প্রবেশ করে, মর্মে প্রবেশ করে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন