এখন গভীর রাত, যতটুকু গভীর হলে রাতের একটি অর্থ দাঁড়ায় ততটুকু গভীর।
রাত এতো ভালো লাগে কেন?
জন্মঘর থেকে পৃথিবীতে লেন্ড করেই সূর্যস্নানে মেতেছিল আমার চিৎকার। সূর্যআলো আমার প্রথম পৃথিবীবন্ধু , আজো আমার শিরদাঁড়া সূর্যআলোর অভীক সন্তান। তারপরও আলোর বিপরীতে আমার পছন্দের অবস্থান।
পছন্দ, তুমি এতো অকৃতজ্ঞ কেন?
অন্ধকারের মিছিলে ঝাঁক ঝাঁক নৈশব্দিক বার্তা পৃথিবীতে নেমে আসে। অনুভূতিকে ধৌত করার তখনই প্রাকৃতিক সময়। প্রাকৃতিক সময় এক উদ্ভুত আঁধার যার কোনো ইন্দ্রিয় নেই অথচ ইন্দ্রিয় তৈরি করে ভোগের কালিঘাটে।
সময়ের সাথে সাথে বদলে যায় অন্ধকার, বদলে যায় জীবনের কামিনী স্রোত। শেষ পর্যন্ত আলোরা স্বপ্ন, অন্ধকার সেই স্বপ্নের প্রাচীন সুর।
রাত এতো ভালো লাগে কেন?
জন্মঘর থেকে পৃথিবীতে লেন্ড করেই সূর্যস্নানে মেতেছিল আমার চিৎকার। সূর্যআলো আমার প্রথম পৃথিবীবন্ধু , আজো আমার শিরদাঁড়া সূর্যআলোর অভীক সন্তান। তারপরও আলোর বিপরীতে আমার পছন্দের অবস্থান।
পছন্দ, তুমি এতো অকৃতজ্ঞ কেন?
অন্ধকারের মিছিলে ঝাঁক ঝাঁক নৈশব্দিক বার্তা পৃথিবীতে নেমে আসে। অনুভূতিকে ধৌত করার তখনই প্রাকৃতিক সময়। প্রাকৃতিক সময় এক উদ্ভুত আঁধার যার কোনো ইন্দ্রিয় নেই অথচ ইন্দ্রিয় তৈরি করে ভোগের কালিঘাটে।
সময়ের সাথে সাথে বদলে যায় অন্ধকার, বদলে যায় জীবনের কামিনী স্রোত। শেষ পর্যন্ত আলোরা স্বপ্ন, অন্ধকার সেই স্বপ্নের প্রাচীন সুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন