মঙ্গলবার, ২৬ মে, ২০১৫

দূরের মহাকাব্য

খুব কাছে এসে শেখালে দূরের মহাকাব্য
ভালো থেকো এইভেবে এখনো সকাল হলে পাখি ডাকে
সুরঞ্জনা বলে না কথা ঐ যুবকের সাথে
মনিয়ার ঘরে যদিও রাত, শীত আর শিশিরের জল
এন্টিবায়োটিক মৃত্যুর কাছে সবই আপন, সবই পর
কোলাহলে গমন রমণপাপ যেমন তেমন
উপহার দিয়েছ জীবন
এখন শেখাচ্ছ মৃত্যু কেমন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন