ইট- পাথরের এই শহরে প্রকৃতি অসহায়
রাজত্ব করে চলে এসিবক্স
ছাদের খাঁচায় বন্দী একঝাঁক কাঠালিচাঁপা
উড়ো উড়ো তার মন সাইনবোর্ডের মতো নিথর একা
ইঞ্জিনকে দাস করে মাইক্রো ছুটে চলে
আর রিকসাচালক আনার এখনো এই শহরের দাস
আদিম সভ্য সমাজ তোমাকে জিন্দাবাদ
শহরের বিকালে কিছু কাক কানামাছি খেলে
চোখকে টেনে নিয়ে যায় গ্রামের সূর্যান্ধ বাঁশঝাড়ে
কেবল কাকের খেলায় গ্রাম দেখে মুগ্ধ চোরা মাঠের শিশু
ডাবের জলে নিরাপদবোধ করে মরুপ্রাণ মানুষ
তবুও মানুষ শহর বানায়
শহর আর মানুষ, মানুষ আর মৃত্যু ভাই ভাই
কানে- মুখে চলে তারা, তারা শুধু ধবংস সাজায়
রাজত্ব করে চলে এসিবক্স
ছাদের খাঁচায় বন্দী একঝাঁক কাঠালিচাঁপা
উড়ো উড়ো তার মন সাইনবোর্ডের মতো নিথর একা
ইঞ্জিনকে দাস করে মাইক্রো ছুটে চলে
আর রিকসাচালক আনার এখনো এই শহরের দাস
আদিম সভ্য সমাজ তোমাকে জিন্দাবাদ
শহরের বিকালে কিছু কাক কানামাছি খেলে
চোখকে টেনে নিয়ে যায় গ্রামের সূর্যান্ধ বাঁশঝাড়ে
কেবল কাকের খেলায় গ্রাম দেখে মুগ্ধ চোরা মাঠের শিশু
ডাবের জলে নিরাপদবোধ করে মরুপ্রাণ মানুষ
তবুও মানুষ শহর বানায়
শহর আর মানুষ, মানুষ আর মৃত্যু ভাই ভাই
কানে- মুখে চলে তারা, তারা শুধু ধবংস সাজায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন