আমার বন্ধু দয়াময়
তোমার পারদনিধান মন বর্ণহীন সাজরঙ
হঠাৎ তুলসী গাছ হয়ে যাও
আমি তখন আন্তরিক পূজারী হয়ে
সকাল-সন্ধ্যা তোমার ধন্যবাদে পূজা করি
ঝড়ো হাওয়া হয়ে যখন আমার আধমরা ঘরে ঝাকুনি তোল
আমার কম্পিত নোনাজলে হয়ে যায় সাগরজল
দিশেহারা মাঝি হয়ে চালাই মনমাঝি
মুখে থাকে তাসবীহপাঠ
লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ্জুয়ালিমিন
নদী, সাগর, জল, ডালিমফল কতকিছু হলে তুমি
আমি শুধু আমিই রয়ে গেলাম তোমার তিয়াসী
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
তোমার পারদনিধান মন বর্ণহীন সাজরঙ
হঠাৎ তুলসী গাছ হয়ে যাও
আমি তখন আন্তরিক পূজারী হয়ে
সকাল-সন্ধ্যা তোমার ধন্যবাদে পূজা করি
ঝড়ো হাওয়া হয়ে যখন আমার আধমরা ঘরে ঝাকুনি তোল
আমার কম্পিত নোনাজলে হয়ে যায় সাগরজল
দিশেহারা মাঝি হয়ে চালাই মনমাঝি
মুখে থাকে তাসবীহপাঠ
লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ্জুয়ালিমিন
নদী, সাগর, জল, ডালিমফল কতকিছু হলে তুমি
আমি শুধু আমিই রয়ে গেলাম তোমার তিয়াসী
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন