মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

ফেরার ভয়

তুমি যখন চুপ করে থাকো
রহস্যভরা কাঁচামরিচ তোমার চোখে-মুখে
সংশয়ের সংকল্প সদা টলমল যদি চলে আসি তোমায় ছেড়ে
ভয় নেই হলুদগুঁড়া এখনো যায়নি তোমার দেশে  ফেরার ভয়ে
চলছি জেতবনে রাবণ নয়, গৌতমতালে
ভালোবাসার দোকান খুলে বসেনি
বসেছি, বিক্রেতা আমি, ক্রেতা কেবলই তুমি
Do, do that, ever do, that I done
You are my lagoon, pleasure and burn

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন