মনসার যুগ কখনো শেষ হয় না। তার পূজা পাওয়ার রীতিও আবর্তিত আধুনিক ভার্সনে। অপরাধী হওয়ার জন্য অপরাধ করা লাগে না। চাঁদ সওদাগরীয় ব্যক্তিত্বের অধিকারী হলেই হয়।
মনসা! তুমি না দেবী! তোমার মানসিকতা হওয়ার কথা আকাশচুম্বী। বাবার নিরপরাধ অপরাধে লখিন্দরকে জলে ভাসাও। নারী হয়ে নারীর বারোমাসি কষ্টের খোঁজ না-রাখাই বুঝি দেবীর ধর্ম।
ও! আমি তো মানুষ। তোমাদের জ্ঞানের পরিসীমা বুঝবো কেমনে ! কিন্তু বেহুলার বেদনা যে আমারই বেদনা, আমি যে বেহুলার সন্তান। আমাকে নাচিয়ে আর কতকাল তোমার অন্দরমহলে মিলাদ হবে? বিতরণ হবে জিলাপি। কাঁচের কুয়াশায় স্বপ্ন বুনে আমি হবো শায়ের --
এই যে দুনিয়া কীসেরও লাগিয়া কত যত্নে গড়িয়াছে সাঁই
মনসা! তুমি না দেবী! তোমার মানসিকতা হওয়ার কথা আকাশচুম্বী। বাবার নিরপরাধ অপরাধে লখিন্দরকে জলে ভাসাও। নারী হয়ে নারীর বারোমাসি কষ্টের খোঁজ না-রাখাই বুঝি দেবীর ধর্ম।
ও! আমি তো মানুষ। তোমাদের জ্ঞানের পরিসীমা বুঝবো কেমনে ! কিন্তু বেহুলার বেদনা যে আমারই বেদনা, আমি যে বেহুলার সন্তান। আমাকে নাচিয়ে আর কতকাল তোমার অন্দরমহলে মিলাদ হবে? বিতরণ হবে জিলাপি। কাঁচের কুয়াশায় স্বপ্ন বুনে আমি হবো শায়ের --
এই যে দুনিয়া কীসেরও লাগিয়া কত যত্নে গড়িয়াছে সাঁই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন