বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

মহুয়ার কাল শেষ

সূর্যের কাল শেষ , আলোর পৃথিবী
চৌম্বকনৃত্য হেলে দুলে আকাশে বাতাসে
জীবনের তিন রাস্তায় মরা নদীর তান
আলোয়ান  জয়তু বিকশিত গান
শব্দের ধর্মঘট কতটুকু আকালে বেকাল
লুতফুল প্রেম চলে আগাপাছাতলে
কর্পোরেট কামড়া-কামড়ি  চোখে গ্লাস কালো
পৌষের হাওয়ায় বাজে দিগ্বিদিক আলো
বৃষ্টির হাসি আর পাহাড়ি সবুজ
গলা ছেরে গান ধরে গণিকা অবুঝ
ঝকচকে হিলের মেলায় পায়ে নেই নূপুর
মহুয়ার কাল শেষ, সূর্য আলো, জয় গুরু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন